গ্রিন টি দাম কত ২০২৪ (দাম ও উপকারীতা)

গ্রিন টি দাম কত (দাম ও উপকারীতা)

গ্রিন টি দাম কত জানেন কি? বর্তমানে প্রতি ১০০ গ্রাম গ্রিন টি ১৭০ টাকা দামে বাজারে বিক্রি হচ্ছে। তবে গ্রিন টির কোয়ালিটি বিবেচনা করে প্রতি ১০০ গ্রাম গ্রিন টি ১৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। বাংলাদেশের চায়ের বাজারে গ্রিন টি নতুন নাম হলেও আমাদের পার্শ্ববর্তী সকল দেশে এটি অতি পরিচিত একটি নাম। তবে বাংলাদেশে বর্তমানে লাল চা ও দুধ চায়ের থেকে গ্রিন টি সর্বাধিক জনপ্রিয়তা লাভ করেছে। গ্রিন টি এর জনপ্রিয়তা পাওয়ার  প্রধান কারণ গ্রিন টি সেবনে দেহের নানা উপকার সাধিত হয়। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আজ আমরা আপনাকে, গ্রিন টি দাম কত ও গ্রিন টির উপকারিতা সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো।

গ্রিন টি অন্যান্য চা থেকে সম্পূর্ণ পৃথক কারণ গ্রিন টি জারন প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদিত হয় না ফলে গ্রিন টি এর মধ্যে অধিক পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান থাকে। মানব দেহের র‌্যাডিকেলের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে অ্যান্টিঅক্সিডেন্ট বেশ কার্যকর। এছাড়াও বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে গ্রিন টি অত্যাধিক কার্যকর। তবে এই গ্রিন টি চা পাতার একটি বিশেষ প্রক্রিয়াকরণের মাধ্যমে উৎপাদিত হয়ে থাকে। এবার তবে গ্রিন টি দাম কত এ সম্পর্কে জেনে নেওয়া যাক।

গ্রিনটি দাম কত

২০২৪ সালে, চায়ের বাজারে গ্রিন টি এখন জনপ্রিয় একটি চা হিসেবে স্বীকৃতি লাভ করেছে এবং বর্তমান বাজারে গ্রিন টি এর বিভিন্ন প্রকারভেদে রয়েছে। তবে বর্তমানে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকা গ্রিন টি দাম প্রতি ১০০ গ্রাম অনুযায়ী ১৭০ টাকা থেকে ২৩০ টাকার মধ্যে। তবে উচ্চ চাহিদা সম্পন্ন চাইনিজ গ্রিন টি প্রতি ১০০ গ্রাম  সর্বাধিক প্রায় ১৫০০ টাকায়  বিক্রি হচ্ছে।

গ্রিন টি এর বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে দামের ভিন্নতা লক্ষ্য করা যায় যা বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমানে বাংলাদেশে অনেক চা কোম্পানি সাধারণ চা উৎপাদন এর পাশাপাশি গ্রিন টি উৎপাদন ব্যবস্থাকে সর্বাধিক গুরুত্ব প্রদান করছে।

গ্রিন টি দাম কত বাংলাদেশ

গ্রিন টির কোয়ালিটি পেতে বর্তমানে বাংলাদেশে প্রতি 100 গ্রাম গ্রিন টির ১৭০ টাকা থেকে সর্বাধিক ১৫০০ টাকায় গ্রিন টি পাওয়া যাচ্ছে। তবে উল্লেখ্য যে গ্রিন টির দাম নির্ভর করে গ্রিন টির কোয়ালিটি ও চাহিদার উপর। নিম্নে বিভিন্ন ব্রান্ডের গ্রিন টি এর দাম আর সম্পর্কে আলোচনা করা হয়েছে:

গ্রিন টি ধরন মুল্য
অর্গানিক গ্রিন টি- প্রতি ১০০ গ্রাম ২৫০ টাকা
ইস্পাহানি গ্রিন টি দাম- প্রতি ১০০ গ্রাম ১৭৫ টাকা
লিপটন গ্রিন টি এর দাম-প্রতি ১০০ টি ব্যাগ ৬০০ টাকা
কাজী গ্রিন টি এর দাম বাংলাদেশ-৪০টি গ্রিন টি ব্যাগ ১৮০ টাকা
চাইনিজ গ্রিন টি এর দাম বাংলাদেশে-প্রতি ১০০ গ্রাম ১৪৫০ টাকা অর্থাৎ প্রায় ১৫০০ টাকা
ভারতীয় গ্রিন টি-প্রতি ৫০ টি ব্যাগ ১৫০ টাকা থেকে ৩০০ টাকা

 

অর্গানিক গ্রিন টি দাম কত

অর্গানিক কোম্পানি তাদের যাত্রা কিছুদিন পূর্বে শুরু করলেও তাদের বিশেষ প্রোডাক্ট গ্রিন টি বাজারে আসা মাত্রই বেশ জনপ্রিয়তা লাভ করেছে গ্রিন টি এর গুণগত মানের জন্য। বাংলাদেশের গ্রিন টির শীর্ষস্থানীয় গ্রিন টির তালিকায় রয়েছে অর্গানিক অর্গানিক গ্রিন টি। বর্তমান এ সময় গ্রিন টি এর বাজারে প্রতি ১০০ গ্রাম অর্গানিক গ্রিন টি এর দাম ২৫০ টাকা।

লিপটন গ্রিন টি এর দাম

লিপটন কেবলমাত্র আমাদের পার্শ্ববর্তী দেশে গ্রিন টি সরবরাহ করে না বরং বর্তমান সময়ে লিপটন গ্রিন টি বাংলাদেশ ব্যাপকভাবে পরিচিতি লাভ করেছে। লিপটন গ্রিন টি চা প্রেমীদের কাছে অত্যন্ত প্রিয় একটি গ্রিন টি প্রস্তুতকারী কোম্পানি হিসেবে মর্যাদা লাভ করেছে।

অন্যান্য গ্রিন টির মতো লিপ্টন গ্রিনটি খোলা (লুজ) আকারে বাজারে পাওয়া যায় না। লিপটন গ্রিন টির প্রতি ১০০ টি ব্যাগের দাম ৬০০ টাকা।

ইস্পাহানি গ্রিন টি দাম

বাংলাদেশের যে সকল চা প্রস্তুতকারী কোম্পানির রয়েছে সে সকল কোম্পানির মধ্যে অন্যতম একটি ইস্পাহানি। সাধারণ চা করার পাশাপাশি বর্তমান সময়ে ইস্পাহানি গ্রিন টি উৎপাদন করছে ও বাংলাদেশে বাজারে গ্রিন টি সরবরাহ করছে।

ইস্পাহানি গ্রিন টি বাংলাদেশের গ্রিন টি প্রস্তুতকারী কোম্পানি হিসেবে পেয়েছে জনপ্রিয়তা লাভ করেছে গ্রিন টিনের গুণগত মান ও ও কম দাম হওয়ার কারণে। প্রতি ১০০ গ্রাম খোলা ইস্পাহানি গ্রিন টি এর দাম বর্তমান বাজারে ১৭৫ টাকা। 

কাজী গ্রিন টি এর দাম বাংলাদেশ

গ্রিন টির বাজারে কাজী গ্রিন টি অত্যন্ত জনপ্রিয় একটি গ্রিন টি প্রস্তুতকারী কোম্পানি। অল্প সময়ের মধ্যে কাজী গ্রিন টি অর্গানিক গ্রিন টির মত জনপ্রিয়তা লাভ করেছে তবে কাজী গ্রিন টি লুজ আকারে অর্থাৎ খোলা আকারে বিক্রি হয় না।  এক প্যাকেট ৪০টি টি ব্যাগের গ্রিন টি ক্রয় করতে একজন ক্রেতাকে ১৮০ টাকা খরচ হবে। তবে উক্ত ৪০টি গ্রিন টি ব্যাগের ওজন মাত্র ৬০ গ্রাম।

চাইনিজ গ্রিন টি এর দাম বাংলাদেশে

বাংলাদেশের গ্রিন টি এর বাজারে চাইনিজ গ্রিন টি এর ব্যাপক ও চাহিদা রয়েছে। চাইনিজ  গ্রিন টি এর গুণগত মান ও স্বাদের কারণে বাংলাদেশের গ্রাহকদের কাছে বেশ চাহিদা সম্পূর্ণ একটি গ্রিন টি। বর্তমান সময়ে প্রতি ১০০ গ্রাম চাইনিজ গ্রিন টি এর দাম ১৪৫০ টাকা অর্থাৎ প্রায় ১৫০০ টাকা।

ভারতীয় গ্রিন টি এর দাম বাংলাদেশ

প্রতিবছর ভারত থেকে প্রচুর পরিমাণে গ্রিন টি  আমদানি করা হয় বাংলাদেশে। ভারতীয় গ্রিন টি এর স্বাদ ও মান বাংলাদেশ গ্রাহকদের বেশ আকৃষ্ট করে। তবে ভারতীয় গ্রিন টি প্রস্তুতকারী কোম্পানির মধ্যে সেরা কয়েকটি কোম্পানির নাম;আসাম টি,টাটা, গোল্ড লিফ।

ভারতীয় গ্রিন টি খোলা আকারে বিক্রি হয় না এক্ষেত্রে ক্রেতাকে ৫০ টি ব্যাগের গ্রিন টি ক্রয় করতে হলে বাংলাদেশী টাকায় ১৫০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত খরচ হবে।

২০২৪ সালে কোন গ্রিন টি ভালো

সাধারণত গ্রিন টি দুই ধরনের হয়ে থাকে। যেমন: অর্গানিক গ্রিন টি ও নন অর্গানিক গ্রিন টি। অর্গানিক গ্রিন টি কে সবচেয়ে ভালো গ্রিন টি বলা হয় কারণ এটি প্রাকৃতিকভাবে তৈরি। পক্ষান্তরে অর্গানিক গ্রিন টি বিভিন্ন রাসায়নিক এ মৌল ব্যবহার করে তৈরি করা হয় যা মানবদেহের জন্য উপকারী নয়।

ওজন কমাতে কোন গ্রিন টি ভালো ২০২৪ সালে

গ্রিন টি যেকোনো ব্রান্ডের হোক না কেন যদি গ্রিন টি অর্গানিক গ্রিন টি হয়ে থাকে তাহলে শরীরের ওজন কম হওয়ার  পাশাপাশি দেহের সুস্বাস্থ্যতা বজায় রাখতে বেশ কার্যকর। তবে এখানে গ্রিন টি বলতে অর্গানিক গ্রিন টি কোম্পানি কে বোঝানো হচ্ছে না বরং অর্গানিক গ্রিন  টি বলতে প্রাকৃতিকভাবে উৎপাদিত গ্রিন টিকে বোঝানো হয়েছে।

আসল গ্রিন টি চেনার উপায়

প্রকৃতিতে বিদ্যমান যেকোন সেবা বা পণ্য সামগ্রীর আসল থাকার পাশাপাশি উক্ত পণ্য সামগ্রীর নকল বাজারে পাওয়া যায়। তবে এই গ্রিন টিও এর ব্যতিক্রম নয়। ২০২৪ সালে বিভিন্ন সংবাদপত্রের সমীক্ষা অনুযায়ী, বিগত ও কয়েক বছরে গ্রিন টি এর চাহিদা গ্রাহকের মাঝে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

গ্রাহকের চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বাজারের বেশ কিছু অসাধু ব্যবসায়ীরা নকল ও খারাপ মানে গ্রিন টি প্রস্তুত করে বিক্রি করছে যা বিশেষ করে নন অর্গানিক গ্রিন টি হিসেবে পরিচিত। তবে আসল গ্রিন টি চেনার উপায় জানা থাকলে যেকোনো গ্রাহক সাফল্যের সাথে আসল গ্রিন টি ক্রয় করতে পারবেন। নিম্মে আসল গ্রিন টি চেনার উপায় সমূহ উপস্থাপন করা হয়েছে:

  • আসল গ্রিন টির দাম তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে পক্ষান্তরে নকল গ্রিন টির দাম অনেকটা কম হয়।
  • যদি গ্রিন টি এর সাদ বিবেচনা করলে আসল ও নকল গ্রিন টি এর মধ্যে আসল গ্রিন টি চিহ্নিত করা যায়।
  • আসল গ্রিন টি এর সাদা তাজা ও কিছুটা তিক্ত হয়।
  • নকল গ্রিন টি এর এর স্বাদ মিষ্টি ও অস্বাভাবিক হয়ে থাকে।
  • আসল গ্রিন হালকা সাদা ও সবুজ রঙের হয়ে থাকে। অন্যদিকে নকল গ্রিন টি বাদামি রঙের হয়ে থাকে।
  • নকল গ্রিন টিতে তাজা ভাব ও কোন সুগন্ধ থাকে না। পক্ষান্তরে আসল গ্রিন টি এর গন্ধকে সুগন্ধ বলা চলে যা হালকা কচি ঘাসের মতো।

কোথায় থেকে গ্রিন টি ক্রয় করবেন

অন্য সকল চায়ের মতো গ্রিন টি বাজারের যে কোন দোকানে উপলব্ধ নয়। বিশেষ করে গ্রামীণ পর্যায়ে গ্রিন টি পাওয়া যায় না। তবে উপজেলা ও শহর পর্যায়ের সুপারমার্কেট ও বড় দোকানে গ্রিন টি পাওয়া যায়। এছাড়া বাংলাদেশের অনলাইন মার্কেটপ্লেসে দারাজ,রকমারিতে গ্রিনটি পাওয়া যায়।

ওজন কমাতে কোন গ্রিন টি ভালো

ওজন কমাতে অর্গানিক গ্রিন টি সর্বাধিক কার্যকর। অর্গানিক গ্রিন টি যে ব্র্যান্ডের হোক না কেন মানব দেহের ওজন কমাতে বা ওজোন হ্রাস করতে অর্গানিক গ্রিন টি বেশ কার্যকরী। মানবদেহে মেটাবলিজম বৃদ্ধি করতে গ্রিন  টি বেশ এর কার্যকর ভূমিকা পালন করে যা চর্বি জমতে বাধা প্রদান করে।

গ্রিন টি এর উপকারিতা

গ্রিন টি এর এর উপকারিতার জন্য মানব দেহের জন্য অমৃত বলা হয় গ্রিন টিকে। চা পাতা বিশেষ প্রক্রিয়াকরণের মাধ্যমে একটি সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে গ্রিন  টি উৎপাদন করা হয়। যার মাধ্যমে চায়ের পুষ্টিগুণ যেমন বজায় থাকে তেমনি মানবদেহের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। নিম্নে গ্রিন টি এর উপকারিতা উপস্থাপন করা হয়েছে:

  • মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করতে গ্রিন টি বেশ কার্যকর।
  • স্মৃতিশক্তি বৃদ্ধি করতে গ্রিন টি সাহায্য করে।
  • গ্রিন টি ক্যান্সার প্রতিরোধী চা। ক্যান্সার বিশেষজ্ঞগণ গ্রিন টি কে ক্যান্সারের ঔষধ হিসেবে সম্বোধন করেছেন। বিশেষ করে ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে গ্রিনটিতে থাকা পলিফেলন গুলি বেশ কার্যকর ভূমিকা পালন করে থাকে যার ফলে মানবদেহে ক্যান্সার কোষের বৃদ্ধি হয়না।
  • গ্রিন টি ডায়াবেটিসের রোগীদের জন্য অত্যন্ত উপকারী কারণ ইনসুলিনের মাত্রা ও রক্তের শতকরা নিয়ন্ত্রণ করে থাকে গ্রিন টি।
  • যারা হৃদরোগের ভুগছেন কিংবা হৃদরোগের ঝুঁকিতে রয়েছেন তাদের জন্য গ্রিন টি বেশ সহায়ক। গ্রিন টিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা মানব দেহের খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে ও উচ্চ রক্তচাপ কোম্পানি নিয়ন্ত্রণে সাহায্য করে।
  • মানব দেহের ওজন কমাতে বা ওজন হ্রাস করতে গ্রিন টি বেশ কার্যকরী। মানবদেহে মেটাবলিজম বৃদ্ধি করতে গ্রিন  টি বেশ এর কার্যকর ভূমিকা পালন করে যা চর্বি জমতে বাধা প্রদান করে।
  • দীর্ঘদিন ধরে যারা আর ডায়েট চার্ট অনুসরণ করছেন তাদের জন্য গ্রিন টি সর্বাধিক উত্তম একটি চা।

গ্রিন টি এর অপকারিতা

গ্রিন টি তে যেমন উপকারিতা রয়েছে তেমনি গ্রিন টির অপকারিতাও রয়েছে তবে যদি একজন মানুষ আর সকালে ব্যায়ামের পরে খালি পেটে গ্রিন টি যদি পান করেন। খালি পেটে গ্রিন টি সেবনে পেটে ব্যথা, বমি বমি ভাব ও কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে।

গ্রিন টি সম্পর্কিত বহুল জিজ্ঞাসিত প্রশ্ন সমূহ

(১) ইস্পাহানি গ্রিন টি উপকারিতা কি?

বাজারের অন্য সকল অর্গানিক গ্রিন টির মতো ইস্পাহানি গ্রিন টি দেহের ওজন কমাতে, হৃদরোগের ঝুঁকি কমাতে, ক্যান্সারের ঝুঁকি কমাতে ও মস্তিষ্কের কর্ম দক্ষতা বৃদ্ধি করতে বেশ কার্যকর ভূমিকা পালন করে।

(২) লিপ্টন গ্রিন টি এর উপকারিতা কি?

অন্য সকল গ্রিন টির মত লিপটন  গ্রিন টি মানব দেহের জন্য বেশ উপকারী তবে লিফট অনেক গ্রিন টি দেহের অতিরিক্ত চর্বি বার্ন করে,দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে।

(৩) ওজন কমাতে গ্রিন টি খাওয়ার নিয়ম?

ওজন কমানোর জন্য গ্রিন টি খাওয়ার উপযুক্ত সময় সকালে খাবার খাওয়ার ৪০ থেকে ৬০ মিনিট পর আবার ব্যায়াম করার ৩০ থেকে ৫০ মিনিট আগে কিংবা পরে। নিয়মিত গ্রিন টি সেবনের মানব দেহের মেদ কোষে বেশি পরিমাণ শতকরা প্রবেশ করতে পারে না যার ফলে চর্বি জমেনা বরং প্রতিনিয়ত ক্ষয় হয়।

শেষ কথা

প্রত্যাশা করি আজকের এই আর্টিকেলের মাধ্যমে আজ আমরা আপনাকে,  গ্রিন টি দাম কত ২০১৪ সালে এ সম্পর্কে বিস্তারিত তথ্য  জানতে পেরেছি। বাজার থেকে গ্রিন টি ক্রয় করতে চাইলে দিনটি ক্রয় করার আগে অবশ্যই গ্রিন টি আসল কিনা নকল যাচাই করে নিবেন। গ্রিন টি সম্পর্কিত কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন।

শেয়ার করুন :

সম্পর্কিত পোস্ট

জেনে নিন সয়াবিন তেলের বর্তমান বাজার মূল্য এবং দাম পরিবর্তনের কারণ। খুঁটিনাটি তথ্যসহ বাংলাদেশের বিভিন্ন

হামকো ব্যাটারি দাম কত টাকা জানেন কি? বর্তমানে বাংলাদেশে হামকো ব্যাটারি ৫০০ টাকা থেকে শুরু